বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমবার রোবট অলিম্পিয়াডে অংশ নিয়েই সেরা দশে বাংলাদেশ

সারা বিশ্বের ৬৬ দেশ থেকে ২০০ টিমের অংশগ্রহণে অনলাইনে শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডব্লিউআরও) মূল পর্ব। প্রথমবার অংশ নিয়েই সারা বিশ্বের মধ্যে দশম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

২১ নভেম্বর (রোববার) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে অনলাইনে এ ফলাফল ঘোষণা করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন। ডব্লিউআরও এর ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশের ‘টিম প্রডিজি’ সারা বিশ্বের মধ্যে দশম স্থান অর্জন করেছে। এ টিমের সদস্য ছিল ডা. মাহবুবুর রহমান মোল্লাহ কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটরডেম কলেজের তৌসিফ সামিন।

অপরদিকে ওপেন ক্যাটাগরিতে অংশ নিয়ে ১৬তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এ ক্যাটাগরিতে অংশ নেয়া টিম ‘পাওয়ারিয়াম”’ এর সদস্য ছিল নটরডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ, ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ এবং সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান। 

উল্লেখ্য, গত মাসে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজিন করেছিল। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরম্যান্স এবং মেধার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়। কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ভেন্যু সহযোগিতায় অনলাইনে ডব্লিউআরও এর মূল পর্বে অংশ নেয় বাংলাদেশ। 

এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দলগুলো তাদের দেশের জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ প্রথমবারের মতো এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয়। এ বছর অলিম্পিয়াডের ‘ওপেন ক্যাটাগরি’ এবং ‘ফিউচার ইঞ্জিনিয়ারস’ ক্যাটাগরিতে অংশ নেয় বাংলাদেশ। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডটি জাজমেন্ট এবং মনিটরিং করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজক কমিটি। বিস্তারিত জানতে ভিজিট www.wro2021.org