ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে ২০২৩ উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজন করেছে লুনা শামসুদ্দোহা আইসিটি ডে সেলিব্রেশনের।
আইসিটি খাতে বাংলাদেশি নারীদের অবদান উদযাপনের পাশাপাশি অংশগ্রহণ বাড়ানোর জন্য এ আয়োজন করা হচ্ছে। এর আওতায় ‘অল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট’ শিরোনামে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১০ থেকে ২৬ বছর বয়সী মেয়েরা অনলাইনেই এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা এবং এ ক্ষেত্রে তাদের আইডিয়াগুলো প্রদর্শন করতে উৎসাহিত করার জন্য ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীরাও তাদের প্রকল্প নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সাধারণ, আর্থিক সেবা, শিক্ষাবিষয়ক এবং স্বাস্থ্যসেবা– এই চারক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের উপরে এ প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কমপক্ষে ২ থেকে ৫ জনের মেয়ে শিক্ষার্থীদের দল https://forms.gle/Y2FMfHWVrwVQHWYB9 লিংকে গিয়ে তাদের নাম নিবন্ধন করতে পারবে। আগামী ১০ মে, ২০২৩ তারিখের মধ্যে নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে তাদের প্রকল্প/আইডিয়া বর্ণনা করে একটি বিশদ ধারণাপত্র জমা দিতে হবে নিবন্ধন করার সময়। প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকল্পের একটি লাইভ ডেমোসহ অংশগ্রহণকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। উদ্ভাবনের স্তর, সম্ভাব্য প্রভাব এবং ধারণার ব্যবহারিকতার ওপর ভিত্তি করে প্রতিটি প্রকল্পের মূল্যায়নের পরে বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হবে।
এ আয়োজন প্রসঙ্গে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, মেয়েদের কোডিং দক্ষতা প্রদর্শনের পাশাপাশি তাদের আইডিয়াগুলোর বাস্তব প্রদর্শনের জন্য এ প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সারাজীবন আইসিটি সেক্টরের উন্নয়নে কাজ করা বাংলাদেশের নেতৃস্থানীয় সফটওয়্যার উদ্যোক্তা প্রয়াত লুনা শামসুদ্দোহার অবদানের সম্মানে, এই উদযাপনটির নাম তাঁর নামে দেওয়া হয়েছে।
মূলত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণকে আরো বৃদ্ধি করার জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর একটি আন্তর্জাতিক উদ্যোগ হলো গার্লস ইন আইসিটি ডে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ক্যারিয়ারে মেয়েদেরকে আরো উন্নতির জন্য এবং ডিজিটাল বিশ্বে দক্ষতা অর্জন করার উদ্দেশ্যে ‘ডিজিটাল স্কিলস ফর লাইফ’ থিমে এ বছর গার্লস ইন আইসিটি দিবস উৎযাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার অনুপ্রেরণায় এবং এডভাইভের সহযোগিতায় লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিস্তারিত: www.facebook.com/events/6313138715412135।