বিজ্ঞান-প্রযুক্তি

রেডিও ফূর্তি নিয়ে এলো ‘ফূর্তি অ্যাপ’

নিজস্ব প্রতিবেদক : আইফোন, এন্ড্রয়েড ফোন ও ট্যাব ব্যবহারকারীদের সুবিধার্থে অ্যাপেল স্টোর আর গুগল প্লে-তে এখন ‘ফূর্তি অ্যাপ’ পাওয়া যাচ্ছে। অ্যাপটি ডাউনলোড করে সব স্মার্টফোন ও ট্যাব থেকে এক ক্লিকেই রেডিও ফূর্তি ৮৮.০ এফএম সরাসরি শোনা যাবে সবসময়, সবখানে। এমনকি, রেডিও ফূর্তি অ্যাপ এখন থেকে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের কাছেও দেশি সুরের ঝঙ্কার তুলবে।

 

বৃহস্পতিবার দেশের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও ফূর্তি এক অনুষ্ঠানে ‘ফূর্তি অ্যাপ’ চালু করার ঘোষণা দিয়েছে।

 

২০০৬ সালের ২২ সেপ্টেম্বর ঢাকায় চালু হওয়া রেডিও ফূর্তি এখন একটি খুব বড় অর্জনের মুহূর্ত উদ্‌যাপন করছে। এসি-নিয়েলসনের সর্বশেষ মিডিয়া জরিপ মতে, বাংলাদেশে রেডিও ফূর্তির লিসেনারশিপ এখন ৭২.৪ শতাংশ। রেডিও ফূর্তি সবসময় দ্রুততার সঙ্গে নেটওয়ার্কের আওতা বাড়িয়েছে।

 

২০০৭ সালের জুলাই মাসে চট্টগ্রামে, এর পরই ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সিলেটে, ২০১০ সালে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও কক্সবাজারে সম্প্রচার শুরু করে। এর মাধ্যমে রেডিও ফূর্তি বাংলাদেশের গুরুত্বর্পূণ সব অংশের মানুষের কাছে পৌঁছে গেছে এবং সবচেয়ে বৃহৎ এফএম রেডিও নেটওয়ার্কে পরিণত হয়েছে। আর এই অ্যাপের মাধ্যমে রেডিও ফূর্তির নেটওর্য়াক দেশের সব প্রান্ত ছাড়িয়ে বিশ্বব্যাপী বিস্তৃত হলো।

 

কোম্পানি সংশ্লিষ্টরা বলেন, ‘বর্তমানে নতুন ধরনের ডিজিটাল লাইফস্টাইল চলছে। ফূর্তি অ্যাপ এই লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করবে। এ ছাড়া বাংলাদেশি ব্র্যান্ড ও পণ্যসমূহ রেডিও ফূর্তির এই অ্যাপের মাধ্যমে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে আর পৌঁছে যাবে সারা বিশ্বে।’

     

রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৪/মিথুন/সাইফুল