বিজ্ঞান-প্রযুক্তি

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় যেগুলো...

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গত বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে বিষয়গুলো সেগুলো ইতিমধ্যে আমরা সবাই জানি। গুগলের প্রকাশিত তালিকা অনুসারে দেখা গেছে, পুরো বিশ্বে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলোর মধ্যে রয়েছে রবিন উইলিয়ামস, ওয়ার্ল্ড কাপ, ইবোলা, মালয়েশিয়া এয়ারলাইনস- এরকম ১০টি বিষয়।

 সম্প্রতি গুগল প্রকাশ করেছে গুগলে সার্চ করা সবচেয়ে অস্বাভাবিক বিষয়গুলোর তালিকা। এ তালিকায় দেখা গেছে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয় ফেসবুক! বিষয়টি আসলেই একটু হাস্যকর। কেননা ফেসবুকের নিজস্ব ওয়েব অ্যাড্রেস রয়েছে (www.facebook.com) এবং এটি টাইপ করা সবচেয়ে সোজা। তারপরও গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা হয় ফেসবুক।

 

দেখে নিন পুরো তালিকা: 

 

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৫/ফিরোজ