চাকরি

ওয়ালটনে ‘টেকনিশিয়ান’ পদে নিয়োগ

নিম্ন বর্ণিত পদে অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ জনবল নিয়োগ দেবে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন।

 

পদের নাম : টেকনিশিয়ান (কম্পিউটার হার্ডওয়্যার)

 

পদ সংখ্যা : ১০

 

চাকরির বিবরণ/দায়িত্বসমূহ : ট্রাবল শুটিং এবং কম্পিউটার হার্ডওয়্যার মেরামত। কম্পিউটারের সফটওয়্যারের ট্রাবল শুটিং। সুপারভাইজারের দেওয়া বিভিন্ন কাজ সম্পাদন। 

 

চাকরির ধরণ : ফুল টাইম

 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের ডিপ্লোমা (তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে শিথিলযোগ্য)। 

 

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর।

 

চাকরির অন্যান্য যোগ্যতা : বয়স কমপক্ষে ২৪ বছর। মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ে জ্ঞান থাকতে হবে। বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্টে জ্ঞান থাকতে হবে। ল্যাপটপ ও ডেস্কটপের মাদারবোর্ড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। নতুন ইনটেল প্রসেসর সম্পর্কে ধারণা।  RAM, ROM, BIOS, CHIPSET সম্পর্কে স্পষ্ট ধারণা। মাল্টি মডিউলার সার্কিট বোর্ডের ক্ষেত্রে বাস্তবিক অভিজ্ঞতা। ভালো যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও বিশ্লেষণাত্মক হতে হবে।

 

কর্মস্থল : গাজীপুর

 

বেতন : আলোচনা সাপেক্ষ

 

অন্যান্য সুবিধা : কোম্পানির বিধি মোতাবেক

 

আবেদনের সময়সীমা : ১৮ নভেম্বর, ২০১৬।

 

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের কভার লেটার এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ‘এক্সিকিউটিভ ডিরেকটর (এইচআরএম, পিআর অ্যান্ড অ্যাডমিন), ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রি লিমিটেড, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর’ ঠিকানায় পাঠাতে হবে।

 

খামে ও কভার লেটারে পদের নাম লিখতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।

 

অথবা ই-মেইল : jobs_whil@waltonbd.com

   

রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৬/মারুফ/শান্ত