চাকরি

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে লিখিত পরীক্ষা

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী শুক্রবার (২৫ মে) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগে এমসিকিউ টেস্টে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর মোট ছয়টি কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, মোহাম্মদপুর মহিলা কলেজে (রোল : ১০০০১৪-১১৩২০৯ ) রোল পর্যন্ত, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (রোল : -১৫৬৪৮১), মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় (রোল ১৫৬৪৮২-২০১৬০৪), মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (রোল : ২০১৬০৬-২৩৮৬৭৮), সিদ্ধেশ্বরী কলেজ (রোল : ২৩৮৬৯৭-৩০৫১৬৫) এবং হাবিবুল্লাহ বাহার কলেজ (রোল : ৩০৫২২৮-৩৪৮৩২০)। এতে আরো জানান হয়, পরীক্ষার শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আগের প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। পরীক্ষা হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। লিখিত পরিক্ষা সম্মন্ধে আরো বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে  https://erecruitment.bb.org.bd/openpdf.php পাওয়া যাবে এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর যাবে এই ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/index.php থেকে। এর আগে গত ২৭ এপ্রিল এ পদে প্রিলিমিনারি এমসিকিউ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/নাসির/ইভা