চাকরি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ

জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। সরকারি চাকরি বিধি অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে পাঁচটি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সম্পর্কে তথ্য নিচে দেয়া হলো: পদের নাম:  বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা: ১৭টি শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিও থাকতে হবে। বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদের নাম: প্রোগ্রামার (আইসিটি) পদসংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বা গণিত বা পরিসংখ্যান বা প্রকৌশলে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদের নাম: খামার তত্ত্বাবধায়ক পদ সংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ শিক্ষাজীবনের সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিও থাকতে হবে। বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদের নাম: মেডিক্যাল অফিসার পদ সংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি (এমবিবিএস)। প্রার্থীকে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদের নাম: ফার্ম ম্যানেজার পদ সংখ্যা: ৭টি শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ এবং শিক্ষাজীবনের সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিও থাকতে হবে। বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। বয়স: আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের সময়সীমা: ৯ মে, ২০১৯। আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি ‘মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাকৃবি চত্বর, ময়মনসিংহ-২২০২’ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন পত্রের সাথে ৩০০/= টাকার পে অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সোনালী ব্যাংক শাখায় কোড নং ০০১০০০০১৩ বরাবর দাখিল করতে হবে। আবেদনপত্র www.bina.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বিস্তারিত তথ্যও উক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৯/মারুফ