চাকরি

এইচএসসি পাসে কৃষি মন্ত্রণালয়ে চাকরি

কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ৩ পদে মোট ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর ‘অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’ এর জন্য ৩টি অস্থায়ী পদে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য এই নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয়। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকল্প অনুযায়ী ৩০ জুন ২০২১ পর্যন্ত চাকরির মেয়াদ থাকবে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

পদের নাম: হিসাবরক্ষক

পদ সংখ্যা: ২টি।

যোগ্যতা: বাণিজ্যে এইচএসসিসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা/ বাণিজ্যে বা হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসিসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা/স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

অন্যান্য যোগ্যতা: কার বা জিপ চালনায় ৩ বছরের অভিজ্ঞতাসহ বৈধ লাইসেন্সধারী হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়মাবলী

* ৩১ জুলাই ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক এবং প্রতিবন্ধী কোটায় বয়সসীমা ১৮-৩২ বছর।

* তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, চারিত্রিক সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স (ড্রাইভার পদে) এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

* মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সনদপত্র গ্রহণযোগ্য হবে।

* বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

* লিখিত/মৌখিক/অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

* চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ মাধ্যমে সাপেক্ষে আবেদন করতে হবে।

* আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে প্রকল্প পরিচালক, বরাবরে ২০০ টাকার পোস্টাল অর্ডার করতে হবে।

* আবেদনপত্র ৩১ জুলাই ২০২০ তারিখ বিকেল ৫টার মধ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর ‘অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের পরিচালক, সেচ ভবন, ৪র্থ তলা, ২২ মানিক মিয়া এভিনিউ, শের ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পৌঁছাতে হবে।

   

ঢাকা/ফিরোজ