চাকরি

ডেইলি বাংলাদেশ নিউজ পোর্টালে চাকরির সুযোগ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বাংলাদেশ’ তাদের বাংলা ও ইংরেজি ভার্সনে ‘রিপোর্টার’ ও ‘সাব এডিটর’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। রিপোর্টার/সাব এডিটর হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও সম্পাদনায় দক্ষতা থাকতে হবে। ব্যাকরণ ও বানান সম্পর্কিত ভালো ধারণা থাকতে হবে।

দায়িত্ব

ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নতুন নতুন স্টোরি ও আইডয়া তৈরি করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচিতদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে।

আবেদনের ঠিকানা

আগ্রহীদের প্রাথীদের ইমেইলে আবেদন ও ছবিসহ সিভি পাঠাতে হবে। ইমেইল ঠিকানা: dailybangladeshjob@gmail.com। সিভিতে মোবাইল নম্বর ও ফেসবুক অ্যাড্রেস উল্লেখ করতে হবে।