চাকরি

টেন মিনিট স্কুলে কাজের সুযোগ

দেশের সবচেয়ে বড় এড-টেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে দিচ্ছে ফুল টাইম প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ। 

একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে হবে টেন মিনিট স্কুলের কন্টেন্ট ডিপার্টমেন্ট-এ যারা নিয়মিত দেশের শিক্ষার্থীদের জন্য এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে। এই ডিপার্টমেন্ট-এ কন্টেন্ট প্রোডাকশন থেকে শুরু করে কারিকুলাম ডেভেলপমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং টেক টিমের সঙ্গে সমন্বয় করে কাস্টমার বেইজ বিশ্লেষণ করে ওই অনুযায়ী কন্টেন্ট রোডম্যাপ পরিকল্পনা করা হয়।

চাকরির বিবরণ/দায়িত্ব

* কন্টেন্ট রোডম্যাপ প্ল্যান করা, লক্ষ্য ঠিক রেখে ও দূরদর্শী হয়ে প্রজেক্ট ম্যানেজ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার মানসিকতা থাকা।

* বর্তমানে প্রচলিত কার্যপদ্ধতি বিশ্লেষণ করে তার নেতিবাচক দিকগুলো তুলে ধরে তা সমাধানের উপায় পরিকল্পনা করতে হবে।  

* একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করে তা ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে।

* নিয়মিত ঝুকি বিশ্লেষণ করে তা ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।

* নিয়মিত মিটিং এবং আলোচনার মাধ্যমে প্রজেক্টের উন্নতি নিয়ে আপডেট প্রদান করতে হবে।

* টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে টিমের কাজ পরিচালনা করতে হবে।  

* ডাটা ব্যবহার করে যুক্তিসঙ্গত কেপিআই সেট করতে হবে এবং প্রজেক্টের ফলাফল ও প্রভাব নিরীক্ষা করতে হবে।

আবেদনের যোগ্যতা

* কমপক্ষে ১ বছর প্রজেক্ট ব্যবস্থাপনা নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।  

* Google Sheets এবং Google Docs সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে।

* দ্রুততার সঙ্গে কোনো প্রজেক্ট ব্যবস্থাপনার স্কিলকে প্রাধান্য দেয়া হবে।

* একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করার পাশাপাশি দ্রুত কাজ করার পরিবেশে মানিয়ে নিতে হবে।

* চমৎকার কমিউনিকেশন এবং নেগোসিয়েশন স্কিল থাকলে প্রার্থী প্রাধান্য পাবে।

চাকরির ধরন 

ফুল টাইম।

শিক্ষানবিশকাল 

২ মাস।

কর্মস্থল

মহাখালী ডিওএইচএস, ঢাকা।

বেতন 

২৫,০০০-৩৫,০০০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা গুগল ফর্মের https://forms.gle/dUtmGEny1JZSX6TBA মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ 

২৭ সেপ্টেম্বর, ২০২১।

টেন মিনিট স্কুল দেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রতিদিন দেশের সব প্রান্তের প্রায় ২৮ লাখ শিক্ষার্থী লেখাপড়া করতে পারে টেন মিনিট স্কুলের অ্যাপ, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা। টেন মিনিট স্কুলের লক্ষ্য দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দেয়া তাদের ফ্রি এবং প্রিমিয়াম কন্টেন্ট এর মাধ্যমে।