চাকরি

অষ্টম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে ওয়ালটন

অষ্টম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ওয়েটার’ পদে লোকবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ওয়েটার

পদ সংখ্যা: ৯।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

বয়স: ২০-২৫ বছর বয়স।

চাকরির ধরন: ফুল টাইম।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের করতে হবে আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে।

এইচএসসি পাসে ‘ডাইনিং অ্যাসিস্ট্যান্ট’ পদে চাকরি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘ডাইনিং অ্যাসিস্ট্যান্ট পদেও লোক নেবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি পাস হলে এ পদে আবেদন করা যাবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে।

এ পদে ১ জনকে নিয়োগ দেবে ওয়ালটন। প্রার্থীর বয়স হতে হবে ২০-২২ বছরের মধ্যে। নির্বাচিত হলে চাকরির দায়িত্ব হিসেবে ডাইনিং ম্যানেজারকে ডাইনিংয়ের বিভিন্ন কাজে সাহায্য করতে হবে। ডাইনিং টেবিলের সব ধরনের খাবারের বিল প্রস্তুত করা লাগবে এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজ করতে হবে।

ডাইনিং অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের করতে হবে আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে।

ডিপ্লোমা পাসে ‘ফুড অ্যান্ড বেভারেজ’ ম্যানেজার পদে চাকরি

‘ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার’ পদে ১ জনকে নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ পদে আবেদনের ক্ষেত্রে ‘হোটেল ম্যানেজমেন্ট’ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম চার তারকা কোনো হোটেলে ৩-৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে।

প্রার্থীর বয়স হতে হবে ২৫-৩৫ বছর বয়সের মধ্যে। বাংলা এবং ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা থাকা লাগবে। ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার পদে অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর, ২০২১।