চাকরি

পল্লী সঞ্চয় ব্যাংকে একাধিক পদে চাকরি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংকে একাধিক পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। পদগুলোতে পুরুষ এবং নারী উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে হবে।

ব্যাংকের নাম: পল্লী সঞ্চয় ব্যাংক

পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

পদ সংখ্যা: ২৪।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল অফিসার বা সমমান ও প্রকৃতির কোনো পদে অন্যূন ৩ বছরের চাকরিসহ সর্বমোট ৮ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট।

পদ সংখ্যা: ১।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রোনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক বা সমমানের ডিগ্রি। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার হিসেবে ন্যূনতম ৫ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

পদের নাম: প্রিন্সিপাল অফিসার।

পদ সংখ্যা: ১০১।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার বা সমমান ও প্রকৃতির কোনো পদে অন্যূন ৫ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

বয়সসীমা

১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ বছর বয়স (সকল পদের ক্ষেত্রে প্রযোজ্য)।

আবেদনের নিয়ম 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১২ জুন, ২০২২। আবেদনের শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে