চাকরি

অফিসার নেবে জনতা ব্যাংক, পদ সংখ্যা ৩৫১

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার-রুরাল ক্রেডিট/আরসি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট/আরসি (২০২১ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ৩৫১।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

বিশেষ শর্ত: নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষিঋণ সম্পৃক্ত গ্রেড-২, ৩ ও ৪ শাখায় পদায়ন করা হবে। সেখানে কৃষিঋণ–সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে। বাধ্যতামূলকভাবে পল্লি এলাকায় অবস্থিত কৃষিঋণ–সম্পৃক্ত গ্রেড-২, ৩ ও ৪ শাখাগুলোর আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণগ্রহীতা নির্বাচন করে কৃষিঋণ বিতরণ ও একইভাবে কৃষিঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে। দুটি উচ্চতর পদে (পিও) পদোন্নতি পাওয়ার আগপর্যন্ত ওই সব গ্রেডভুক্ত কৃষিঋণ–সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে। কোনোক্রমেই কৃষিঋণ সম্পৃক্ত নয়—এমন শাখা এবং গ্রেড-১, করপোরেট-২ ও করপোরেট-১ শাখায় বা এরিয়া অফিস/ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি/পদায়ন করা হবে না। এসইও পদে পদোন্নতি পাওয়ার পর এসব বাধ্যবাধকতা রহিত হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, ২০২৩।