চাকরি

সুপ্রীম কোর্টে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন করা যাবে

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার ক্যাটাগরির পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা

পদ সংখ্যা: ১৫।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষায় পাসসহ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ টাইপের গতি এবং ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেটিং সনদপত্রপ্রাপ্ত হতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০।

পদের নাম: অফিস সহকারী

পদ সংখ্যা: ১৪।

যোগ্যতা: কমপক্ষে এইচএসসি/সমমান পাস। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিং-এ জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০।

পদের নাম: ফরাস

পদ সংখ্যা: ২।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০।

পদের নাম: সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)

পদ সংখ্যা: ২।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়সসীমায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://supremecourt.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১০ মে, ২০২৩ বিকেল ৪টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে