নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ফার্মগেটে অবস্থিত আইডিয়াল কমার্স কলেজ। প্রতিষ্ঠানটি একাধিক বিষয়ে শিক্ষক নেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক (আইসিটি ও ইংরেজি)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, মাস্টার্সসহ সব স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। কলেজ পর্যায়ে শিক্ষকতায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে (কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন আবশ্যক)। আইসিটি প্রভাষকের ক্ষেত্রে আইটি বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: প্রদর্শক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। কলেজ পর্যায়ে প্রদর্শক হিসেবে পদার্থ, রসায়ন, জীব ও উচ্চতর গণিত ব্যবহারিক বিষয়ে সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
যোগ্যতা ও আলোচনার ভিত্তিতে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ‘চেয়ারম্যান, গভর্নিং বডি, আইডিয়াল কমার্স কলেজ, ৮১ গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা-১২০৫’ বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে পাঠাতে হবে। ইমেইল: principlicc@yahoo.com।
তথ্যসূত্র: বিডি জবস