ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে অনেক নাটক হয়েছে। আর সেই নাটকের যবনিকা টেনে ক্রিকেট দলকে বাংলাদেশে আসার অনুমতি দেয় পাকিস্তান সরকার।
এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন ওয়াকার ইউনুসের শিষ্যরা। তবে পাকিস্তানের ক্রিকেট দল বাংলাদেশে আসছে কোন দিন? এমন প্রশ্নই বিরাজ করছিল এ দেশের ক্রিকেট ভক্তদের মাঝে।
এবার সেই প্রশ্নের অবসান হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কথায়। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি জানিয়েছেন, পাকিস্তান দল বাংলাদেশে আসছে আগামী ১৩ এপ্রিল।
২০১১ সালে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। এরপর ফিরতি সফরে ২০১২ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ওই সফরের জন্য ক্রিকেটারদের অনুমতি দেয়নি বিসিবি। কেননা ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হওয়ায় পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। তাই এবারের সফরটিকে পাকিস্তান ভাবছে হোম সিরিজ হিসেবে! হয়তো এ জন্য বিসিবিকে শর্ত জুড়ে দিয়েছিল পিসিবি।
তাদের প্রথম শর্ত ছিল, বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ পাকিস্তানকে দিতে হবে। দ্বিতীয় শর্ত, পাকিস্তানে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল পাঠাতে হবে। কিন্তু এ শর্ত দুটি মানতে অস্বীকৃতি জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। তাই উপায় না পেয়ে বাংলাদেশ সফরে আসতে বাধ্য হয়েছে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
উল্লেখ্য, বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করার দাবি করেছিল পিসিবি। এই শর্তে রাজি হয়েছে বিসিবি। গতকাল সোমবার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা আজম খান বাংলাদেশে পৌঁছেছেন ।
রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৪/নেছার/আমিনুল