খেলাধুলা

টি-টোয়েন্টিকে বিদায় বললেন জয়েস-মুরতাগ

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এড জয়েস ও পেসার টিম মুরতাগ।

 

অবসরের ঘোষণা দিয়ে ৩৬ বছর বয়সি জয়েস বলেন, ‘আগামী কয়েক বছর আরো বেশি ওয়ানডে এবং ভবিষ্যতে আমাদের টেস্ট ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি, টি-টোয়েন্টি থেকে অবসর নিলে ওই দুই ফরম্যাটে আরো বেশি অবদান রাখতে পারব।’

 

জয়েসের টি-টোয়েন্টি অভিষেকটা হয় অবশ্য ইংল্যান্ডের জার্সিতে, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ছয় বছর পর ২০১২ সালে তিনি আয়ারল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলেন কেনিয়ার বিপক্ষে। ১৬ ম্যাচের ক্যারিয়ারে ৩৬.৭২ গড়ে ৪০৪ রান করেছেন জয়েস। দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশকাপও খেলেছেন তিনি।

 

অপরদিকে ৩৩ বছর বয়সি পেসার মুরতাগ আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৭টি। তার উইকেট সংখ্যাও ৭টি। আয়ারল্যান্ডের হয়ে মুরতাগের টি-টোয়েন্টি অভিষেক ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে। আর শেষ ম্যাচ খেলেছেন ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।

     

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৫/পরাগ/টিপু