ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ অধ্যায় শেষে করে ইংল্যান্ডে পাড়ি দিতে যাচ্ছেন সার্জিও রামোস।
রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন তিনি। ২৯ বছর বয়সী এই তারকার সঙ্গে ২৮.৬ মিলিয়ন পাউন্ডের চুক্তির কথা জানিয়েছেন ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত রামোসের চুক্তির মেয়াদ রয়েছে। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে আরো দুই বছর মেয়াদ থাকলেও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিতে পাড়ি দিতে নাকি আগ্রহী রয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
ডেভিড ময়েসের অধীনে সপ্তম অবস্থানের পর গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ম্যানইউ। তবে দলে রক্ষণভাগের শক্তি বাড়াতেই নাকি রামোসকে নিতে চান দলটির বর্তমান কোচ লুইস ফন গাল।
সেভিয়া থেকে ২০০৫ সালে রিয়ালে যোগ দেন রামোস। এ পর্যন্ত লস ব্লাঙ্কসদের হয়ে ৪৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। আর জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচ খেলা এই তারকা স্পেনকে ২০০৮ ও ২০১২ সালের ইউরো এবং ২০১০ সালের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাইজিংবিডি/ঢাকা/৩০জুন ২০১৫/শামীম/আমিনুল