ক্রীড়া ডেস্ক : জীবের অস্তিত্বের জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয়। তবে এই অক্সিজেন সেই অক্সিজেন নয়। অক্সিজেন ভারতের একটি আর্থিক প্রতিষ্ঠান। যারা টাকা-পয়সার লেনদেন বিষয়ক কাজ করে থাকে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের এসেছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল। আর প্রোটিয়াদের এই টি-টোয়েন্টি দলের স্পন্সর ভারতের আর্থিক প্রতিষ্ঠান অক্সিজেন।
আগামী বিশ্বকাপের আগ পর্যন্ত টি-টোয়েন্টি দলের পৃষ্ঠপোষকতা করবে তারা। এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরাগত বলেন, ‘প্রোটিয়াস হচ্ছে বিশ্বব্যাপী পরিচিত একটি ব্র্যান্ড। ভারতেরও যার অনেক সমর্থক রয়েছে। এবারই প্রথম বিদেশি কোনো আন্তর্জাতিক কোম্পানি দক্ষিণ আফ্রিকার পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে। এই পদক্ষেপ নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকাকে সামনে এগিয়ে নেবে। আমরা সব সময় বিশ্ববাজারের সুযোগ পেতে চেয়েছি। অবশেষে সেটা পেয়েছি।’
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/আমিনুল/শামীম