খেলাধুলা

তাহলে কি থাকছেন না হাথুরুসিংহে?

ক্রীড়া প্রতিবেদক : সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। প্রথমে পাকিস্তানের কাছে। এরপর ভারতের কাছেও টেস্ট সিরিজ হেরেছে লঙ্কানরা। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মারভান আতাপাত্তু। তার পদত্যাগের ২৪ ঘন্টার মাথায় নতুন কোচ খুঁজতে শুরু করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে এক প্রকার উঠেপড়ে লেগেছে তারা।

 

আর তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রয়েছেন সদ্য অবসরে যাওয়া কুমার সাঙ্গাকারা ও সারের কোচ গ্রাহাম ফোর্ড। সাঙ্গাকারা সদ্য অবসরে গেছেন। এখনই তাকে শ্রীলঙ্কার কোচ হিসেবে পেতে চাইবেন না অনেকে। অন্যদিকে গ্রাহাম ফোর্ড ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সারের কোচের দায়িত্ব পালন করছেন। সেটা ছেড়ে শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্ব পুনরায় নিতে চাইবেন কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, ২০১৩ সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নোংরা রাজনীতির কারণে নিজ থেকেই সরে দাঁড়িয়েছিলেন তখনকার এই লঙ্কান কোচ।

 

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর আমূল পরিবর্তন এনেছেন। তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে। ঘরের মাঠে পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাকেও ঘরের মাঠে কুপোকাত করেছে। সব মিলিয়ে হাথুরুসিংহের জাদুর কাঠির ছোঁয়ায় স্বপ্ন-ভেলায় ভাসছে বাংলাদেশের ক্রিকেট।

 

তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছেন হাথুরু। নিজ দেশের ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে, দেশপ্রেমে উৎসাহিত হয়ে কি চলে যাবেন হাথুরুসিংহে? সময়ই জবাব দেবে!

 

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৫/আমিনুল/পরাগ