খেলাধুলা

মধ্য রাতে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ২৭ আগস্ট ঢাকা ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারা প্রথমে যায় মালয়েশিয়া। সেখানে ২৯ আগস্ট একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেয়। এরপর রওয়ানা হয় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের জার্সিধারীরা। এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে মামুনুল-মুন্নারা হার মানে ৫-০ গোলের ব্যবধানে।

 

এই ম্যাচ শেষে শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যে তিনটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তার মধ্যে দুটিতে হেরেছে। ড্র করেছে একটিতে। ঘরের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ড্র করে। আর হার মানে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়ার কাছে।

 

চলতি মাসের ৮ তারিখ জর্ডানের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ।

 

এরপর শুরু হবে দ্বিতীয় লেগে। সেখানে ১৩ অক্টোবর কিরগিজস্তান, ১৩ নভেম্বর তাজিকিস্তান, ১৭ নভেম্বর অস্ট্রেলিয়া ও ২০১৬ সালের ২৪ মার্চ জর্ডানের মুখোমুখি হবে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

   

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৫/আমিনুল