খেলাধুলা

র‌্যাংকিংয়ে দুই ধাপ পেছাল ভারত

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে ছিল ভারত। তবে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি হেরে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে ভারত। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

 

আর এই সিরিজ হারের ফলে আইসিসির নতুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে এখন ছয় নম্বরে রয়েছে ভারত।

 

অন্যদিকে সিরিজ জিতে র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে প্রোটিয়ারা।

 

১২৬ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয়, ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়, ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ স্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৫/পরাগ/রফিক