খেলাধুলা

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির পরাজয়

ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ হাতে রেখে ২০১৬ ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করতে মাত্র এক পয়েন্ট দরকার ছিল জার্মানির। কিন্তু সেটা আর পারেনি জার্মানরা। ইউরোর বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

 

বৃহস্পতিবার রাতে ডাবলিনে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন শেন লং।

 

গত ২১ বছরে এই প্রথম জার্মানির বিপক্ষে জিতল আয়ারল্যান্ড। সব মিলিয়ে দুই দলের ২০ বারের দেখায় এটা আয়ারল্যান্ডের ষষ্ঠ জয়। ৯ বার জিতেছে জার্মানি। পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।

 

ডাবলিনে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে অবশ্য জার্মানিই। কিন্তু টমাস মুলার, মার্কো রয়েস, জেরোমে বোয়াটেংরা লক্ষ্যভেদ করতে  ব্যর্থ হন। সুযোগ নষ্ট করেন জার্মানির আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিলও।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭০ মিনিটে এগিয়ে যায় আয়ারল্যান্ড। সতীর্থ ড্যারেন র‌্যানডলফের পাস ধরে ডি বক্সের ডান দিক থেকে গোলটি করেন সাউথ্যাম্পটনের স্ট্রাইকার শেন লং।

 

ম্যাচের শেষ দিকে গোল শোধ করার দারুণ দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি টনি ক্রুস ও ম্যাস হামেলস। ফলে শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্বচ্যাম্পিয়নদের।

     

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৫/পরাগ