খেলাধুলা

ক্রিকেটারদের দেওয়া সুযোগের সদ্ব্যবহার চান হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন ‘এ’ দলের ম্যানেজার হয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন।

 

ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি অন্যান্য দিকগুলোতেও নজর রাখবেন জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক।

 

ম্যানেজার হিসেবে কিভাবে দেখছেন এই সফরকে? তার মুখ থেকেই শুনুন- ‘আমি মনে করি ‘এ’দলের যে কোনো সফর খেলোয়াড় ও নির্বাচক প্যানেলের জন্য সমান গুরুত্বপূর্ণ। এখানে খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ পায়। অন্যদিকে নির্বাচকরা দেখার সুযোগ পায়, পরবর্তী ধাপে যাওয়ার জন্য তারা কতটা প্রস্তুত। সব ক্রিকেটারের জন্য এটা দারুণ এক সুযোগ। এ ছাড়া ভিন্ন পরিবেশে কে কেমন খেলে এটাও আমরা দেখতে চাই।’

 

জাতীয় দলের মতই পারফরম্যান্স প্রত্যাশা করছেন হাবিবুল বাশার। তার কন্ঠে বেশ আত্মবিশ্বাস। নিজের ছেলেদের ওপর বিশ্বাস রাখছেন তিনি। মিস্টার ফিফটি আরও বলেছেন, ‘আমার প্রত্যাশা ছেলেরা সবগুলো ম্যাচে নিজেদের মেলে ধরবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে- যেমন স্বাভাবিক ক্রিকেট খেলে রান করেছে সেভাবেই ক্রিকেট খেলার। আমি তাদের কিছুই পরিবর্তন করতে বলব না। নতুন চ্যালেঞ্জে গিয়ে নিজের খেলার পরিবর্তন করে সাফল্য পাওয়া অনেক কঠিন বিষয়।’

 

শুভাগতকে অধিনায়ক করে ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। তার ডেপুটি হিসেবে আছেন সৌম্য সরকার।

 

বাংলাদেশ ‘এ’ দল:  শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), রনি তালুকদার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আল আমিন হোসেন, মাহমুদুল হাসান, মো. মিঠুন, জুবায়ের হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব ও তাইজুল ইসলাম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/ইয়াসিন/আমিনুল/নওশের