খেলাধুলা

বর্ষসেরা কোচের দৌড়ে এনরিক-গার্দিওলা-সাম্পাওলি

ক্রীড়া ডেস্ক : ব্যাপারটা অনুমিতই ছিল। আর সে জন্য আরও একধাপ এগিয়ে এসেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিক। ২০১৫ সালের সেরা কোচের চূড়ান্ত তিনজনের তালিকায় তার সঙ্গে রয়েছে বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলা এবং চিলির কোচ জর্জ সাম্পাওলি।

 

বার্সাকে গত মৌসুমে ট্রেবল শিরোপা জিতিয়েছেন লুইস এনরিক। চলতি মৌসুমে তার অধীনে সব প্রতিযোগীতায় দাপিয়ে খেলছে কাতালান ক্লাবটি। তাই ফিফার সেরা তিন কোচের তালিকায় জায়গা হয়েছে তার। আর এক চ্যাম্পিয়নস লিগ ছাড়া ঘরোয়া প্রায় সব আসরে সাফল্যের জন্য তালিকায় রয়েছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। তা ছাড়া চলতি বছর চিলিকে মর্যাদার কোপা আমেরিকার শিরোপা এনে দেওয়ায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন জর্জ সাম্পাওলি।

 

সুইজারল্যান্ডের জুরিখে ২০১৬ সালের ১১ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেওয়া হবে। তবে সেরা হওয়ার জন্য এই তিন প্রার্থীকে এখন ভোটিং ভাগ্যের উপরও নির্ভর করতে হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/শামীম/আমিনুল