খেলাধুলা

‘পারফরম্যান্স তো টাকা দিয়ে কিনতে পারব না’

ক্রীড়া প্রতিবেদক : ‘অনেক টাকা দিয়ে খেলোয়াড় কেনা সম্ভব। কিন্তু পারফরম্যান্স তো আর কিনতে পারবেন না। পারফরম্যান্স এমন একটা জিনিস সেটা কেউ বলে কয়ে করতে পারে না। তবুও দায়িত্ববোধ বলতে কিছু থাকে।’- সোমবার তামিম ইকবাল নিজের দলের ক্রিকেটারদের নিয়ে এ কথা বলেন।

 

টানা তৃতীয় ম্যাচ হারের পর তামিম নিজের দল নিয়ে দ্বিধায় রয়েছেন। কিভাবে আত্মবিশ্বাস জোগাবেন সেই চিন্তাও তার মাথায় আসছে না। ক্রিকেটারদের যার যার দায়িত্ব নিয়ে খেলার কথা বারবার বলেও কাজ হচ্ছে না। দল হিসেবে নিজের দলকে খারাপ বলছেন না তামিম। কিন্তু দলে ক্রিকেটারদের সমন্বয়ের অভাব দেখছেন তিনি। 

 

একই সঙ্গে বিদেশী ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলার কথাও বলেছেন তিনি। তার ভাষ্য,‘আমরা যখন অনেক টাকা দিয়ে একজন বিদেশী ক্রিকেটারকে নিয়ে আসি।আমি নিশ্চিত তারা সব্ সময় ভালো করতে চায়। তারপরও পারফরম্যান্স এমন একটা জিনিস সেটা কেউ বলে কয়ে করতে পারে না। কিন্তু যেভাবে কামরান আকমল আজকে রান আউট হয়েছে সেটা নিয়ে কোনো উত্তর দিতে পারব না।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/ইয়াসিন/ আমিনুল