খেলাধুলা

সোনালী অতীতের মুখোমুখি বাফুফে একাদশ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফে একাদশ ও সোনালী অতীত একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে বাফুফে ও সোনালী অতীত ক্লাবের হয়ে নিম্নোক্ত খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন।বাফুফে একাদশ:১. আব্দুস সালাম মুর্শেদী২. শেখ মোহাম্মদ আসলাম৩. সোঃ ইলিয়াছ হোসেন৪ মোঃ ইকবাল হোসেন৫. বিজন বড়ুয়া৬. মোঃ হাসানুজ্জামান খান বাবলু৭. সত্যজিৎ দাশ রূপু৮. আব্দুল গাফ্ফার৯. ইমতিয়াজ সুলতান জনি১০. আব্দুর রাজ্জাক১১. আহসান উল্লাহ মন্টু১২. পারভেজ বাবু১৩. সাইফুল বারী টিটু১৪. গোলাম রব্বানী ছোটন১৫. মাহবুবুর রহমান লিটু১৬. নুরুল হক মানিক১৭. কেএম জাবিদ হোসেন অপু১৮. সৈয়দ গোলাম জিলানী১৯. মাহাবুব হোসেন রক্সি২০. বি এ জোবায়ের নিপু২১. শেখ শুকুর মোহাম্মদ টোটাম২২. মোঃ মাহাবুব আলম পলো২৩. মাহমুদ হাসান সুজনসোনালী অতীত একাদশ:১. দেওয়ান শফিউল আরেফীন টুটুল২. খুরশিদ আলম বাবুল৩. কায়সার হামিদ৪. সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির৫. মাহমুদুল হক লিটন৬. আলফাজ আহম্মেদ৭. হিরু৮. সাইফুর রহমান মনি৯. কাজী জসিম উদ্দিন জোসি১০. শামীম-১১১. শামীম-২১২. ইমতিয়াজ আহমেদ নকীব১৩. মতিউর মুন্না১৪. জালাল১৫. ছাইদ হাছান কানন১৬. নিজাম উদ্দিন মজুমদার১৭. নাসির আহম্মেদ১৮. মোঃ ইকবাল হোসেন১৯. রশিদ২০. মোঃ ইউসুফ২১. ইসরাফিল২২. রজব আলী২৩. মিজান ২৪. জীবন ২৫. নাসিম

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৫/আমিনুল