আব্দুল্লাহ এম রুবেল : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ সিরিজে তার কোন প্রভাব পড়বে না বলে মনে করেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততেই এসেছে জিম্বাবুয়ে। আর এ জন্য পুরোপুরি মানসিক প্রস্তুতি আছে তার দল। বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর। বাংলাদেশে খেলতে আসার আগে নন টেস্ট প্লেয়িং দেশ আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হেরে এসেছে জিম্বাবুয়ে। তবে এটা নিয়ে চিন্তিত নন জানিয়ে হোয়াটমোর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ছিলো দু:খজনক। আমরা বেশ কয়েকটি ম্যাচে ভালো অবস্থানে ছিলাম। আর ওটা ছিলো ওয়ানডে সিরিজ, এটা টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি যে কোন দিন যে কেউ জিততে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা অন্তত আরও ১০টা ম্যাচ খেলতে পারবো। আমরা আমাদের দূর্বল দিকগুলো নিয়ে কাজ করছি। উন্নতি করছি। আমাদের দলের আরও উন্নতি করতে হবে।’
রাইজিংবিডি/খুলনা/১৩ জানুয়ারি ২০১৬/রুবেল/ ইয়াসিন