খেলাধুলা

অপরাজেয়র রেকর্ডে গার্দিওলাকে ছুঁলেন এনরিক

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেললেন লুইস এনরিক। তার মাইলফলক ছোঁয়ার ম্যাচে শনিবার লা লিগায় লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

 

আর এই জয় দিয়ে গতবারের ট্রেবল জয়ী দলটি নিজেদের অপরাজিত থাকার রেকর্ডকে নিয়ে গেছে ২৮ ম্যাচ পর্যন্ত। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডে পেপ গার্দিওলাকে ছুঁয়েছে এনরিকের বার্সেলোনা।

 

২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত গার্দিওলার অধীনে টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। এটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার রেকর্ড।

 

আগামী বুধবার কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে না হারলেই গার্দিওলাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন এনরিক।

 

এনরিকের অধীনে বার্সেলোনা ১০০ ম্যাচের ৮০টি জিতেছে, ১১টি ড্র এবং ৯টিতে হেরেছে। আর শিরোপা জিতেছে পাঁচটি।

   

রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/পরাগ/মুশফিক