ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে চলমান এশিয়া কাপ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হয়েছেন আজহার মাহমুদ। আজ সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান জাতীয় দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের জন্য নিয়মিত কোচ মুস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন আজহার। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে, এশিয়া কাপ ও বিশ্বকাপের পর অবসর কাটিয়ে জুনে ইংল্যান্ড সফরে আবার দায়িত্ব নেবেন মুস্তাক আহমেদ।
এ প্রসঙ্গে পাকিস্তন টিম ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, ‘দুটি ইভেন্টের জন্য বিশ্রামে থাকবেন মুশি (মুস্তাক আহমেদ)। কেননা তিনি খুব বিষন্ন। তার পরিবর্তে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে অন্তর্বর্তী কোচ আজহার দারুণ হতে পারেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন।’
২০১৪ সাল থেকে পাকিস্তান কোচিং স্টাফের দায়িত্ব পালন করে আসছেন মুস্তাক। বোলিং কোচ হিসেবে বেশ সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করছেন ৪৫ বছর বয়সি এই লেগ স্পিনার। দেশের হয়ে ২০০৩ সালে সর্বশেষ খেলেছেন তিনি। খেলোয়াড় হিসেবে সফল ক্যারিয়ার শেষে কোচ হিসেবেও উজ্জ্বল মুস্তাক।
পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিলেও ব্যাট-বল এখনো তুলে রাখেননি আজহার মাহমুদ। বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে খেলে যাচ্ছেন দুর্দান্ত প্রতাপের সঙ্গেই। চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। সেই ৪০ বছর বয়সি আজহার মাহমুদই এবার এশিয়া কাপ ও বিশ্বকাপে আমির-সামি-ওয়াহাবদের প্রতিপক্ষ বধের মন্ত্র শেখাবেন।
পাকিস্তানের হয়ে ১৪৩টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেন আজহার। বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট। ব্যাট হাতে ৩টি ফিফটিসহ করেছেন ১৫২১ রান। ২১টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে ৯০০ রান করার পাশাপাশি পকেটে পুরেছেন ৩৯ উইকেট।
রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শামীম/আমিনুল/বকুল