খেলাধুলা

৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক : নানা কারণে বেকায়দার রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি। বিতর্ক আর ব্যর্থতা সঙ্গী করে বর্তমান কমিটির অনেকেই লড়বেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরবর্তী নির্বাচনে।

 

আর সেই নির্বাচনের দিন-তারিখও ঠিক করা হয়েছে। বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে আসন্ন এপ্রিল মাসের ৩০ তারিখ।

 

অবশ্য এই দিনক্ষণ পূর্ব নির্ধারিতই ছিল। তবে চূড়ান্ত ছিল না, অবশেষে সেটাও চূড়ান্ত হল। বাফুফের নির্বাহী কমিটির এক সভায় এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

 

এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন এক সময়কার সাড়া জাগানো ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। সেবারও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৩০ এপ্রিলই।

 

আরেক সভাপতি পদপ্রার্থী আবদুর রহিম স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নিলে ফিফা পর্যবেক্ষক মণিলাল ফার্নান্ডো সালাউদ্দিনকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।

 

গত নির্বাচনের মতো এবারো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাহউদ্দিন আহমেদ। প্রধান নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান সিদ্দিকি ও আতিকুর রহমান খান।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৬/আমিনুল