খেলাধুলা

সাকিবদের হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মুস্তাফিজরা

ক্রীড়া ডেস্ক : লিগ পর্যায়ে দুবার মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুবারই জিতেছিল কলকাতা। বুধবার রাতে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় সাকিবদের কলকাতা ও মুস্তাফিজদের হায়দরাবাদ। এবার অবশ্য হায়দরাবাদকে হারাতে পারেনি গম্ভীর বাহিনী। ২২ রানের দারুণ এক জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে অরেঞ্জ আর্মিরা। অন্যদিকে এই হারের মধ্য দিয়ে আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিয়েছে কলকাতা।আগামীকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ২৯ মে ফাইনাল খেলবে।ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়ার্নাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে তারা। ব্যাট হাতে হায়দরাবাদের সর্বোচ্চ সংগ্রাহক যুবরাজ সিং। তিনি ৩০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন। ২ ছক্কা ও ১ চারে ২১ বলে ৩১ রান করেন মইসেস হেনরিকস। এ ছাড়া ওয়ার্নার ২৮ ও দীপক হুদা ২১ রান করেন।বল হাতে কলকাতার কুলদীপ যাদব ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন জ্যাসন হোল্ডার ও মরনে মরকেল।১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানেই রবীন উথাপ্পা (১১) ফিরে যান। ৫৩ রানে কলিন মুনরো (১৬) ও ৬৩ রানে গম্ভীরও (২৮) সাজঘরে ফেরেন। ৬৯ রানের মাথায় দারুণ ফর্মে থাকা ইউসুফ পাঠান ২ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা।

 

এই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন মানিষ পান্ডে ও যাদব। তারা দুজন ভালো একটি জুটি গড়লেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মানিষ ৩৬ ও সূর্যকুমার যাদব ২৩ রানে আউট হওয়ার পর কলকাতার পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি কিং খানের দল।ব্যাট হাতে ৩১ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন হায়দরাবাদের মইসেস হেনরিকস।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৬/আমিনুল/এএন