খেলাধুলা

ওয়াটসনের লজ্জার রেকর্ড

ক্রীড়া ডেস্ক : আইপিএল ফাইনালে সবচেয়ে বাজে বোলিংয়ের ‘বিব্রতকর’ রেকর্ড গড়েছেন শেন ওয়াটসন।

 

রোববার ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৬১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ওয়াটসন।

 

এর আগে আইপিএল ফাইনালে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটি ছিল করনবীর সিংয়ের।

 

২০১৪ সালের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৫৪ রান দিয়ে অবশ্য ৪ উইকেট পেয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা করনবীর।

 

রোববারের ফাইনালে ওয়াটসনের বলে হায়দরাবাদের ব্যাটসম্যানরা ছক্কা মেরেছেন ৬টি। এর মধ্যে ওয়াটসনকে ১১৭ মিটার বিশাল এক ছক্কা হাঁকান বেন কাটিং। যেটা গিয়ে পড়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে!

   

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/পরাগ