খেলাধুলা

জয়ে কোপার প্রস্তুতি সারল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার আগে নিজেদের বেশ ভালোমতোই ঝালিয়ে নিল ব্রাজিল। লাতিন আমেরিকার সেরা এই ফুটবল প্রতিযোগিতা শুরুর আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

যু্ক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন জোনাস অলিভিয়েরা। ফিলিপে কুতিনহোর পাস থেকে গোলটি করেন বেনফিকার ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার। ২০১১ সালের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল করলেন তিনি।

 

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল বারবোসা  আলমেইডা। জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল করলেন সান্তোসের ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ড।

 

শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়েনি ব্রাজিলের। পানামাও ব্যবধান কমাতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লোস দুঙ্গার দল।

 

কোপা আমেরিকার শতবছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশেষ আসরে আগামী শনিবার ইকুয়েডরের সঙ্গে খেলবে নেইমারবিহীন ব্রাজিল। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও হাইতি।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/পরাগ