খেলাধুলা

পরবর্তী কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতে নিয়েছে চিলি। টানা দ্বিতীয়বারের মতো নিজেদের ঘরে কোপার শিরোপা উঠাল চিলি।

 

২০১৯ সালে কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে ব্রাজিলে। কোপা আমেরিকার ৪৬তম আসর হবে সেটি। এই নিয়ে পঞ্চমবারের মতো ব্রাজিল কোপা আমেরিকার আয়োজক ।

 

কোপা আমেরিকার বিশেষ আসরে ব্র্রাজিলের পারফরম্যান্স ছিল তলানিতে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ৮টি কোপার শিরোপা জেতা ব্রাজিল নিজেদের মাটিতে তিন বছর পর আবারও শিরোপার স্বাদ পায় কি না, তাই দেখার বিষয়।

 

এর আগে ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪ ও ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। মজাদার একটি তথ্য হচ্ছে, এর আগে চারবার কোপা আমেরিকার আয়োজক  ছিল ব্রাজিল। চারবারই শিরোপার স্বাদ পায় ব্রাজিল। ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ সালে ঘরের মাঠে শিরোপা জিতেছিল তারা। ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড থাকায় ব্রাজিল ভক্তরা নবম শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/ইয়াসিন/টিপু/এএন