খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় শিরোপা

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে ৫৮ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রোববার বার্বাডোজে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৭০ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৫.৪ ওভারে ২১২ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে একমাত্র হাফসেঞ্চুরির দেখা পান উইকেট রক্ষক ব্যাটসম্যান মেথু ওয়েড। ৫২ বলে ৫৭ রান করেন ওয়েড। ২ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান ওয়েড। তবে হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ। ওপেনার ফিঞ্চ ৪৭ ও অধিনায়ক স্মিথ ৪৬ রান করেন। অলরাউন্ডার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৩২ রান। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও শ্যানন গ্যাবরিয়েল।

২০০৬ সালের পর ওয়ানডের যেকোনো টুর্নামেন্টে ফাইনালে উঠা ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৭১ রানের টার্গেট। নিজেদের মাঠে স্বাগতিক সুবিধা নিয়েও শিরোপার লড়াইয়ে ৫৮ রানে হার মানতে হয় ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজকে একাই ধসিয়ে দেন জস হ্যাজেলউড। ৫০ রানে ৫ উইকেট নেন ডানহাতি এ পেসার। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠেন মিচেল মার্শ। ৩২ রানে নেন ৩ উইকেট। তাদের দুজনের বোলিংয়ে মূলত ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্ন ভেঙে যায়।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই করেন ওপেনার চার্সল (৪৫) ও দিনেশ রামদিন (৪০)। তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ সেরা নির্বাচিত হন মিচেল মার্শ। ১১ উইকেট নিয়ে ত্রিদেশীয় সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন হ্যাজেলেউড। রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/ইয়াসিন/ টিপু