খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক: তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুই দেশের বোর্ড এরই মধ্যে সফরসূচি চূড়ান্ত করেছে। যা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোতে প্রকাশ পেয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সফরসূচি ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

৩০ সেপ্টেম্বর ঢাকায় এলেও মূল মঞ্চে মাঠে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় পাচ্ছে ইংল্যান্ড। ৭ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে। এর আগে ৩ অক্টোবর ফতুল্লায় ‘ইংল্যান্ড একাদশ’ ‘বিসিবি একাদশ’ এর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ অক্টোবরের পর পরবর্তী দুই ওয়ানডে হবে ৯ ও ১২ অক্টোবর। শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

সেখানেই প্রথম টেস্ট শুরু হবে ২০ অক্টোবর। অবশ্য প্রথম টেস্ট শুরুর আগে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে ইংলিশরা। চট্টগ্রামে প্রথম টেস্ট শেষে মিরপুরে ২৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

 

২০১০ সালের পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করতে যাচ্ছে ইংল্যান্ড। ২০০৩ সালে প্রথম বাংলাদেশে এসেছিল তারা।

পূর্ণাঙ্গ সূচি অক্টোবর ৩: প্রস্তুতি ম্যাচ, ফতুল্লাঅক্টোবর ৭: প্রথম ওয়ানডে, মিরপুরঅক্টোবর ৯: দ্বিতীয় ওয়ানডে, মিরপুরঅক্টোবর ১২: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রামঅক্টোবর ২০: প্রথম টেস্ট, চট্টগ্রামঅক্টোবর ২৮: দ্বিতীয় টেস্ট, মিরপুররাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/ইয়াসিন/টিপু