খেলাধুলা

রিও অলিম্পিকে থাকছে রাশিয়া

ক্রীড়া ডেস্ক : ডোপিং পরীক্ষার কারচুপিতে রাষ্ট্রীয়ভাবে মদদ দেওয়ার অভিযোগে রিও অলিম্পিকে নিষিদ্ধ করা হতে পারে রাশিয়াকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গত কয়েকদিন ধরেই এ ধরনের খবর প্রকাশ করে আসছিল। বিশ্ব মাদকবিরোধী সংস্থা (ওয়াডা), আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) একাধিক সূ্ত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে।

 

কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যাচ্ছে রাশিয়া। আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে রাশিয়া। আজ (রোববার) আইওসির এক জরুরি সভায় রাশিয়ার অলিম্পিকের ভাগ্য নির্ধারণ হয়েছে। তবে ডোপিংয়ে পজিটিভ আসা এমন অ্যাথলেটদের অলিম্পিকে অংশগ্রহণের নিষেধাজ্ঞা বহাল থাকছে।

 

আইওসি জানিয়েছে, রাশিয়ার নিজস্ব ক্রীড়া সংস্থা প্রতিটি অ্যাথলেটের পরীক্ষা গ্রহণ করবে। যদি কোনো অ্যাথলেটের ডোপিংয়ে পজিটিভ ফল আসে, তাকে সে সময়েই বাদ দেওয়া হবে। এ সময়ে পূর্বের রেকর্ডও বিবেচনায় আসবে। যদি কোনো অ্যাথলেট পূর্বে ডোপিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়, তাহলে এবারের রিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ হারাবেন তিনি।

   

প্রসঙ্গত ২০১০ ও ২০১৪ সালে অনুষ্ঠিত দুটি শীতকালীন অলিম্পিক, ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ডোপিং পরীক্ষায় কারচুপি করেছিলেন রাশিয়ার অ্যাথলেটরা। ভয়াবহ মাত্রার ডোপিং কেলেঙ্কারীর কারণে গত বছর রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/ইয়াসিন