খেলাধুলা

পেসারদের বলে গতি বাড়ানোর চেষ্টায় আকিব

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের হয়ে ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা পেসার আকিব জাভেদকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিভুক্ত থাকায় আকিব জাভেদ বিসিবিকে ‘না’ করে দিয়েছিল। তবে বিসিবির আমন্ত্রণে এক সপ্তাহের জন্য কোচিং করাতে বাংলাদেশ এসেছেন পাকিস্তান দলের প্রাক্তন এ পেসার। শুক্রবার ঢাকায় এসে শনিবার এইচপির পেসারদের নিয়ে কাজ করেছেন ৪৩ বছর বয়সি আকিব। এক সপ্তাহের কোচিং করালেও ঢাকায় বারবার এসে ছেলেদের নিয়ে কাজ করার আগ্রহ তার। দীর্ঘমেয়াদে কাজ করার পরিবর্তে বছরে ৩-৪ সপ্তাহ কাজ করার কথা জানিয়েছেন তিনি। এবার ঢাকায় পেসারদের গতি নিয়ে কাজ করবেন আকিব জাভেদ। ৫ থেকে ৬ কিলোমিটার গতি বাড়ানোর চেষ্টায় তিনি। এক সপ্তাহে কতটুকু পারবেন সেটাই প্রশ্ন? তবে তিনি জানালেন এমন কিছু ‘টিপস’ দিয়ে যাবেন যেগুলোর চর্চা করলে ধারাবাহিকভাবে পেসারদের গতি বাড়বেই। শনিবার প্রথম দিনের অনুশীলন শেষে আকিব জাভেদ বলেন, ‘আমি পেসারদের গতির দিকে মনোযোগ দিয়েছি। পুল-পুশ কৌশলে ২-১ কিলোমিটার গতি বাড়ানোর চেষ্টা করছি। এ ছাড়া দৌড়ের গতিও বাড়াতে চাচ্ছি। যেটা বলের গতিতে প্রভাব ফেলবে। বোলিং অ্যাকশন যার যেটা আছে, সেটা ঠিক রেখে বলের গতি কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করছি।’ আকিব আরো বলেন, ‘পেসারদের স্কিল অনুশীলনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের আমেজও বুঝিয়ে যাব। আলাদা আলাদা করে সবার সঙ্গে আলোচনা করব। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, তাদের প্রত্যেকেরই বৈচিত্র্য আছে। যেমন : শোয়েব আক্তারের গতি, গ্লেন ম্যাকগ্রার নিখুঁত বোলিং, মুস্তাফিজুর রহমানের দুর্ধর্ষ কাটার সব সময়ই ভিন্ন কিছুর স্বাদ দিয়েছে ক্রিকেটকে। এখান থেকে যারা যাবে তাদেরও ভিন্ন কিছু শিখেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে হবে।’ জাতীয় দলের পেসারদিয়ে নিয়ে কাজ করার কী পরিকল্পনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওদের নিয়ে আলাদা আলাদা করে বসে জেনে নিব, কার কোথায় কীরকম সাহায্য লাগবে। তারপর সেটা নিয়ে কাজ করব। ওরা এমনিতেই ভালো। তাদেরকে নিয়ে আরেকটু কাজ করা… এই তো।’রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/ইয়াসিন/রফিক