খেলাধুলা

লন্ডনে মুস্তাফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার নিয়ে অনিশ্চয়তা দূর হলো।আগামী বৃহস্পতিবার লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করবেন।শুক্রবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।মুস্তাফিজের কাঁধের চোট সারাতে গত সপ্তাহে অস্ত্রোপচারের পরামর্শ দেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের সার্জন টনি কোচার। কিন্তু বিসিবি চেয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে।গত মঙ্গলবার তাই ম্যানচেস্টারের সার্জন লেনার্ড ফাঙ্কের সঙ্গে দেখা করেন মুস্তাফিজ। কিন্তু ফ্রাঙ্ক জানান, তিনি ২২ আগস্টের আগে কোনো স্লট দিতে পারছেন না। ফলে বৃহস্পতিবার রাতে অ্যান্ড্রু ওয়ালেসের শরনাপন্ন হন মুস্তাফিজ। এর পরই অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত হয়।এই অস্ত্রোপচারের পর কমপক্ষে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে। ফলে আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরও মিস করতে পারেন কাটার মাস্টার।

 

রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৬/পরাগ