খেলাধুলা

ইংল্যান্ড ৯-১ পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক : মনে হতে পারে এটি কোনো ফুটবল ম্যাচের স্কোরলাইন। ইংল্যান্ড ও পাকিস্তানের ফুটবল শক্তিতে যে পার্থক্য তাতে ম্যাচের ফল এমন হলেও হতে পারতো!

 

কিন্তু না, ইংল্যান্ড-পাকিস্তান সম্প্রতি কোনো ফুটবল ম্যাচে মুখোমুখি হয়নি। এটি ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেট দলের মধ্যকার সবশেষ ১০ ওয়ানডের ফল। যেখানে ইংল্যান্ড এগিয়ে ৯-১ ব্যবধানে!

 

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জেতাটাকে একরকম অভ্যাসেই পরিণত করে ফেলেছে ইংল্যান্ড। বুধবার সাউদাম্পটনের রোজ বোলে সিরিজের প্রথম ওয়ানডেতে ।

 

দুই দলের মধ্যকার সবশেষ ১০ ওয়ানডেতে এটি ইংল্যান্ডের নবম জয়। ইংল্যান্ডের একমাত্র হারটি গত বছরের নভেম্বরে আবুধাবিতে। শীর্ষ ১০ দলের বিপক্ষে ওটাই পাকিস্তানের সবশেষ জয়। তারপর থেকে আজহার আলীর নেতৃত্বাধীন দলটি শীর্ষ ১০ দলের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ হারল।

 

গত বছর আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হারে পাকিস্তান। এ বছর তারা নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজ হারে ২-০ ব্যবধানে (একটি ম্যাচ পরিত্যক্ত হয়)। সবশেষ ইংল্যান্ডের কাছে আরেকটি হার। মাঝে সহযোগী দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল একটি ম্যাচ জিতেছে তারা।

 

ইংল্যান্ড-পাকিস্তান সবশেষ ১০ ওয়ানডের ফল:

জয়ী         ব্যবধান       ভেন্যু            তারিখইংল্যান্ড     ১২১ রান     সাউদাম্পটন    ২২ সেপ্টেম্বর, ২০১০ইংল্যান্ড     ১৩০ রান     আবুধাবি        ১৩ ফেব্রুয়ারি ২০১২ইংল্যান্ড     ২০ রান       আবুধাবি        ১৫ ফেব্রুয়ারি, ২০১২ইংল্যান্ড     ৯ উইকেট     দুবাই           ১৮ ফেব্রুয়ারি, ২০১২ইংল্যান্ড     ৪ উইকেট     দুবাই           ২১ ফেব্রুয়ারি, ২০১২পাকিস্তান   ৬ উইকেট     আবুধাবি       ১১ নভেম্বর, ২০১৫ইংল্যান্ড     ৯৫ রান       আবুধাবি        ১৩ নভেম্বর ২০১৫ইংল্যান্ড     ৬ উইকেট     শারজাহ        ১৭ নভেম্বর ২০১৫ইংল্যান্ড     ৮৪ রান        দুবাই           ২০ নভেম্বর, ২০১৫ ইংল্যান্ড     ৪৪ রান        সাউদাম্পটন   ২৪ আগস্ট, ২০১৬

     

রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৬/পরাগ/টিপু