খেলাধুলা

পাঁচ দশকের রেকর্ড ডাকছে জিদানের রিয়ালকে

ক্রীড়া ডেস্ক : এ বছরের শুরুতে জিনেদিন জিদান যখন দায়িত্ব নিলেন, তখন রিয়াল মাদ্রিদ ছিল তীরহারা এক ভাঙা তরী। সেই ভাঙা তরীকেই কী ক্যারিশমাতেই না নতুন করে গড়লেন ফরাসি কিংবদন্তি। অল্পের জন্য গত মৌসুমে লা লিগা শিরোপা জেতা হয়নি রিয়ালের। তবে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা ঠিকই ঘরে তোলে ‘লস ব্লাঙ্কো’রা। সেবার লিগে শেষ ১২ ম্যাচের সবকটিই জেতে জিদানের দল। এই মৌসুমেও এখন পর্যন্ত শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে। দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জিতেছে। আর তাতেই পাঁচ দশকেরও বেশি পুরোনো এক রেকর্ড হাতছানি দিচ্ছে জিদানের রিয়ালকে। রিয়াল মাদ্রিদ লিগে সবশেষ টানা ১৫ ম্যাচ জিতেছিল ১৯৬০-৬১ মৌসুমে মিগুয়েল মুনোজের অধীনে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি জিতলেই মুনোজের রেকর্ড ছুঁয়ে ফেলবে জিদানের রিয়াল। লা লিগায় সবচেয়ে বেশি টানা ম্যাচ জয়ের রেকর্ডটা বার্সেলোনার দখলে। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে দলটি টানা ১৬ ম্যাচ জিতেছিল। শনিবার ওসাসুনার বিপক্ষে আর ১৮ সেপ্টেম্বর এসপানিওলের বিপক্ষে জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার রেকর্ডও ছুঁয়ে ফেলবে রিয়াল মাদ্রিদ।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৬/পরাগ/আমিনুল