খেলাধুলা

আফগান স্পিনার রশিদকে সমীহ মোসাদ্দেকের

ক্রীড়া প্রতিবেদক, ফতুল্লা থেকে : আফগানিস্তান ক্রিকেট দল এবার ঢাকায় এসেছে তিন লেগ স্পিনারকে নিয়ে- রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি ও রহমত শাহ।

 

রহমত শাহ ঢাকা লিগে খেলেছেন। সামিউল্লাহ শেনওয়ারির পূর্বে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তবে রশিদ খান একেবারেই নতুন।

 

১৮ বছর বয়সি এই লেগ স্পিনার এরই মধ্যে নজর কেড়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলার পর মোসাদ্দেকের মুখেও তার নাম। জানালেন, অন্য সবার থেকে রশিদ খানিকটা আলাদা।

 

শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে দ্যুতি ছড়িয়েছেন রশিদ। ৫.১ ওভারে ২৫ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে জমা করেছেন মূল্যবান ৩০ রান। সীমিত পরিসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। ফতুল্লায় রশিদ খান দ্যুতি ছড়ালেও মোসাদ্দেক দেখেশুনে সাবলীল ব্যাটিং করেছেন। লেগ স্পিনারের ১৪ বলে করেছেন ১৬ রান। হুাঁটু মুড়ে মিড উইকেটের ওপর দিয়ে বল বাউন্ডারি বাইরে পাঠাতেও কাপর্ণ্য করেননি মোসাদ্দেক। তবুও রশিদকে সমীহ করলেন তরুণ টাইগার।

 

ম্যাচ শেষে মোসাদ্দেক রশীদ খানকে নিয়ে বলেন, ‘ওর অনেক বিচিত্র আছে। ওকেই একটু কঠিন মনে হয়েছে। জায়গায় বল করে, গুগলিটা ভালো, একটা জায়গায় বল করতে পারে। বিচিত্র পারফেক্ট।’

 

খানিকটা কঠিন মনে হলেও আফগানিস্তানের সব বোলারের বিপক্ষে মোসাদ্দেক দারুণ ব্যাটিং করেছেন। ৭৬ রানের ইনিংসে নজর কেড়েছেন সবার। দ্যুতি ছড়ানো ব্যাটিংয়ের কারণে রোববারের ওয়ানডে ম্যাচে জাতীয় দলের জার্সি  মোসাদ্দেকের গায়ে উঠলেও অবাক করার কিছু থাকবে না।

     

রাইজিংবিডি/ফতুল্লা/২৩ সেপ্টেম্বর ২০১৬/ইয়াসিন