খেলাধুলা

আলাদা হয়ে যাচ্ছে নারী দলের টি-২০ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : পুরুষদের টি-২০ বিশ্বকাপের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হত নারীদের বিশ্বকাপ। নারী বিশ্বকাপের গেল পাঁচটি আসর সেভাবেই হয়েছে। তবে সেটা বদলে যাচ্ছে। ২০২০ সাল থেকে নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আলাদাভাবে হবে। পুরুষদের বিশ্বকাপের কমপক্ষে ৬ মাস আগে হবে নারীদের বিশ্বকাপ। কেপ টাউনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় তেনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারীদের বিশ্বকাপ আলাদাভাবে আয়োজনের বিষয়ে আইসিসির গভর্নেন্স কমিটির প্রধান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ডেভিড পিভার বলেন, ‘বিশ্বব্যাপী নারীদের ক্রিকেট জনপ্রিয়তা পাচ্ছে। আমরা মনে করি আলাদাভাবে সেটা আয়োজন করার মাধ্যমে সেই জনপ্রিয়তাকে আরো গতিশীল করতে পারব। নারীদের ক্রিকেটকে আরো একধাপ এগিয়ে নিতে পারব। ছেলেদের বিশ্বকাপের ছায়া থেকে বের করে আনতে পারব নারীদের বিশ্বকাপকে।’ আগের পাঁচটি নারী বিশ্বকাপের তিনটিই জিতেছে অস্ট্রেলিয়া। তারা ২০১০, ২০১২ ও ২০১৪ বিশ্বকাপের শিরোপা জিতে নেয়। তবে ২০১৫ বিশ্বকাপে তারা হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের কাছে। আর ২০০৯ সালে অনুষ্ঠিত প্রথম আসরের শিরোপা জিতেছিল ইংল্যান্ড নারী ক্রিকেট দল।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৬/আমিনুল