খেলাধুলা

ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি খেলেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে ইংল্যান্ড। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফর করবে ইংলিশরা।

 

এ সময় ভারতের বিপক্ষে তারা ৫ ম্যাচ টেস্ট, ৩ ম্যাচ ওয়ানডে ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিনটি নভেম্বরে রাজকোট, ভিসাক্ষপত্তনম ও মোহালিতে অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরে মুম্বাই ও চেন্নাইতে হবে বাকি দুটি।

 

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম তিনটি টেস্টে রাখা হয়নি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসনকে।

 

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াড : ১. অ্যালিস্টার কুক (অধিনায়ক) ২. মঈন আলী ৩. জাফর আনসারী ৪. জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক) ৫. জেইক বল ৬. গ্যারি ব্যালান্স ৭. গ্যারেথ বেটি ৮. স্টুয়ার্ট ব্রড ৯. জস বাটলার ১০. বেন ডাকেট ১১. স্টিভেন ফিন ১২. হাসিব হামিদ ১৩. আদিল রশিদ ১৪. জো রুট ১৫. বেন স্টোকস ১৬. ক্রিস ওয়াকস।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৬/আমিনুল