খেলাধুলা

‘আমরা জিতেছি, বাংলাদেশ জিতেছে’

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নেমে প্রথম সিরিজেই সিরিজ সেরা হওয়ার কোনো রেকর্ড গত ১৬ বছরেও ছিল না। রোববার নতুন এক তালিকা খুললেন মিরাজ। যেখানে মিরাজ ছাড়া নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।

 

এটাই হতে পারে মিরাজের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু তার কাছে বড় প্রাপ্তি বাংলাদেশের জয়। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা জিতেছি, সবচেয়ে বড় কথা বাংলাদেশ জিতেছে। এটাই আমার কাছে বড় পাওয়া।’

 

মিরাজ ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় ইংলিশ ব্যাটসম্যানদের কতটা ভুগিয়েছেন ডানহাতি এ স্পিনার। তার বৈচিত্র্যময় বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানরা দিশেহারা। বল হাতে উইকেট পেয়েছেন, দলের জয়ে অবদান রাখতে পেরেছেন মিরাজ। তবে তিনি বেশি খুশি যাদের খেলা টিভিতে দেখেছেন, যাদের মত হতে চেয়েছেন তাদের সঙ্গে খেলতে পেরে। এজন্য রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে। 

 

১৯টি উইকেটের মধ্যে কোনো উইকেটকেই আলাদা করে দেখছেন না মিরাজ। প্রতিটি তার কাছে সমান গুরুত্বের, প্রতিটি তার কাছে সেরা। কারণ একটাই, ‘সবগুলো উইকেট কষ্ট করে পেতে হয়েছে তাই সবগুলোই সেরা উইকেট।’

 

ভালো বোলিংয়ে রেসিপি জানিয়ে মিরাজ বলেন, ‘আমি ভালো জায়গায় বল করার চেষ্টা করি। ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানের খেলতে সমস্যা হয়। সেজন্য আমি সবসময় ভালো জায়গায় বল করার চেষ্টা করি যাতে ব্যাটসম্যানের সমস্যা হয় খেলতে।’

 

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের চার ইনিংসে তিনবারই পাঁচ উইকেট পেয়েছেন মিরাজ। দিনকে দিন উইকেট ক্ষুধা বেড়েই যাচ্ছে। সামনেও একই লক্ষ্যের কথা জানালেন ডানহাতি এ স্পিনার, ‘ধারাবাহিকভাবেই পারফরম্যান্স করার চেষ্টা থাকবে। আমি দলকে কিছু দেবার চেষ্টা করি।’

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/ইয়াসিন/ আমিনুল