খেলাধুলা

কোচকে ‘রাগিয়ে দিয়েছিলেন’ মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : ২৭৩ রান তাড়া করতে নেমে ২৩ ওভারে ৮৩ মিনিটে স্কোরবোর্ডে শতরান যোগ করে ইংল্যান্ড। মুশফিকের কপালে ভাঁজ! ক্রিকেটারদের শারীরিক ভাষাতেও পাওয়া যাচ্ছিল না জয়ের ক্ষুধা। বেন ডাকেট ও অ্যালিস্টার কুক খুব সহজেই উইকেটের চারিপাশে রান তুলে নিচ্ছিলেন। ৪.৩৪ গড়ে ২৩ ওভারে ১০ চার ও ১ ছক্কায় রান করেন ১০০। কিন্তু চা-বিরতির পর সব পাল্টে গেল। ৭০ মিনিটেই হারায় ১০ উইকেট।

 

ড্রেসিং রুমে জয়ের কোনো মন্ত্র দিয়েছিলেন কোচ? জানতে চাওয়া হয়েছিল কোচের কাছেই। সোজাসুজি কোনো উত্তর দেননি হাথুরুসিংহে। তবে বোঝা গেল মুশফিকদের উপর রেগে গিয়েছিলেন কোচ। শুনিয়েছেন কঠিন ভাষা।

 

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ বলেন,‘আমি তখন খুশি ছিলাম না। কারণ আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করছিলাম না। চা-বিরতিতে তাদের সঙ্গে কথা বলতেই হয়েছে। আমি  কি বলেছি ওটা আপনাদের বলতে পারব না। আমি মনে করিয়ে দিয়েছিলাম, আমাদের কি করা উচিত।’

 

মেহেদী হাসান মিরাজ বলেছেন,‘বিরতির পর মুশফিক ভাই একটাই কথা বলছে,‘রানটা যেন চেক হয়। যখন দুই পাশ থেকেই রান চেক হবে তখন উইকেট পাওয়ার সুযোগ থাকবে। আমরা যেন উত্তেজিত না হয়ে যাই, একটা সেশন ওরা ভালো খেলেছে একটা সেশন আমাদেরও ভালো কিছু হতেই পারে।’

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/ইয়াসিন