খেলাধুলা

স্টোকসের জরিমানায় হতাশ কুক

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে মিরপুর টেস্টে জরিমানার শিকার হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।

 

রোববার ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও এস রবির বাঁধা সত্বেও তর্ক থামাননি কুক। আর এমন আচরণ বিধি ভঙ্গের কারণে স্টোকসকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

 

তবে দলের সেরা অলরাউন্ডারের এমন শাস্তিতে কিছুটা হতাশ ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। এ প্রসঙ্গে কুক জানান, ‘আমি তাতে কিছুটা হতাশ। সাব্বির এবং কুক দুজনেই বেশ লড়াকু ক্রিকেটার। আমি মনে করি মানুষের কাছে যা ভালো লাগে তাই সে দেখতে চায়। মাঝে মাঝে আমি বিশ্বাস করি আম্পায়াররা কোনো ইস্যুতে খুব দ্রুত জড়িত হতে পারেন এবং বিষয়টিকে আরও অগ্রগতি দান করতে পারেন। যখন আম্পায়ার একটি বিষয়কে সমস্যা কাটিয়ে বের করে আনতে পারেন তখনই এটা আপনার চাহিদা পূরণ করতে পারে।’

 

ক্রিকেটে এ ধরনের আচরণ বিধি ভঙ্গের কারণে জরিমানা সহ এক ডিমেরিট পয়েন্ট জরিমানা করা হয়েছে স্টোকসকে। আইসিসির ২.১.১ অনুচ্ছেদ ভঙ্গের কারণে সাধারণত ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

       

রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৬/শামীম/টিপু