খেলাধুলা

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা টেস্ট সিরিজ আগামীকাল শুরু

ক্রীড়া ডেস্ক : আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজে। আজ বুধবার এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।

 

দুপুরে তিন ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

 

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায়।

 

এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ১২-১৬ নভেম্বর হোবার্টে এবং সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচে অ্যাডিলেড ওভালে (২৪-২৮ নভেম্বর) মাঠে নামবে উভয় দল।

   

রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৬/আমিনুল