খেলাধুলা

প্রথমবারের মতো ভারতে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো ভারতে দেখানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের ম্যাচ। বুধবার বিপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেল নাইন কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে।

 

তারা জানায়, ভারতের টিভি চ্যানেল সনি ইএসপিএন প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। যদিও গত বছর নিও স্পোর্টস বিপিএলের কয়েকটি ম্যাচ সম্প্রচার করেছিল। এবার সনি ইএসপিএন বিপিএলের সবগুলো ম্যাচ সম্প্রচার করবে। 

 

শুধু ভারতে নয় কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের সবগুলো দেশ বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। কানাডা ও যুক্তরাষ্ট্রে ইএসপিএন, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলো প্রাইম স্পোর্টস, পাকিস্তানে জিও টিভি মাশরাফি, সাকিবদের টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের লড়াই সরাসরি সম্প্রচার করবে।

 

বিপিএলে এবার সঞ্চালনের দায়িত্বে থাকবেন ভারতের শিনা চৌহান ও বাংলাদেশের আমব্রিন। ব্রডকাস্টার চ্যানেল নাইন মাঠে ২৮টি ক্যামেরা ব্যবহার করবে। থাকবে আলট্রা মোশন প্রযুক্তি। এছাড়া প্রথমবারের মত উইকেটের পাশে ব্যবহার করা হবে পিচ ক্যামেরা ও আম্পায়ার ক্যামেরা।

   

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/আমিনুল